| |
|---|
মে দিবস মানে হ’লো শ্রমিক সাফল্য,
রক্তের বদলে ক্লিষ্ট বদনে প্রফুল্ল,
খাটুনি নির্ভর নর – কুলে পুষ্প মাল্য।
মে দিবস মানে হ’লো হেমার্কেট মূল্য
প্রদানে ভুখা লোকের প্রাণের চাঞ্চল্য,
শিকাগো শহরে দীন দৈনের সাফল্য,
এমন দিবস যেন প্রাণের সাকুল্য।
তবু প্রাণে কোনো ক্ষণ মে দিবস তুল্য
নাহি চাহে ভবিষ্যতে দিয়ে রক্ত মূল্য ।
শ্রমিক মালিক সবে থাকুক উৎফুল্ল
সবার লাগি সকলে মোরা দিই মূল্য।
বু্র্জোয়াগিরি উড়িয়া যাক তুলো তুল্য,
শ্রমিক পাক সম্মান আজিকে ও কল্য।

v41UpyuF4Ag
duXUQGn63Xq
This poem powerfully connects May Day to historical labor struggles in Chicago, blending political message with poetic form.
This poem captures the spirit of dignity and resistance rooted in the labor history of Chicago.