by নতুন গতি
|
---|
অপেক্ষায় আছি সাঁঝবেলা থেকেরোজ দেখি দুইটি তালগাছের ফাঁক থেকে। চন্দ্রিমা আজ আছে শামিয়ানায় ঢেকে।আবছা আঁধার, আবছা আলোচন্দ্রিমা থাকলে সাঁঝবেলাটা লাগতো ভালো। দূর আকাশে গাছের মাথায় উপছে পড়া আলো,মন হারানো সুর নীল দিগন্তে মেলো।ইচ্ছে করে জেগে কাটায় রাত্রী প্রহর,যখন ঝরে রূপের ছটায় মুক্তমোহর।আলো আঁধারি জীবনে কেবলি দুঃখ-কান্না,যখন মনে হবে,অনেক তো হলো-আর না! খোলা আকাশের নিচে বসো।চন্দ্রিমা স্পর্শ করে বলে একটু হাসো।চকিতে আলোড়িত হয় মন চন্দ্রিমার ছটায়,চন্দ্রিমার আলো যেন জীবনের খবর পাঠায়। চোখ মেলি চন্দ্রিমাতে এখন সে কোথায়?ইচ্ছে করে শুভ্র ফুলের মত খোঁপাতে গুঁজি। তামার থালায় জল ঢেলে চন্দ্রিমা খুঁজি।মেঘের আড়ালে,ঝিলের জলে লুকায়,এলোমেলো মনে চন্দ্রিমা উৎসব ঘটায়।
দিদুন তোমার কবিতাগুলো খুবই সুন্দর আরও বেশী পরিশ্রম করে আরও কবিতা আমি কিন্তু দেখতে চাই।।
😊😍😘।। ধন্যবাদ।। 😊😍😘
দিদুন তোমার কবিতাগুলো খুবই সুন্দর আরও বেশী পরিশ্রম করে আরও কবিতা আমি কিন্তু দেখতে চাই।।
😊😍😘।। ধন্যবাদ।। 😊😍😘