|
---|
পুরানো কাপড় সহস্র ফোঁড়
স্মৃতি চোখ বোলায়,
তবু কত মধুর হয়।
আলো আঁধার হাত বাড়ায়,
আঁধার সরে,আলো এসে দাঁড়ায়,
স্মৃতির দোর গোড়ায়।
জীবনের বসন্ত সব মিঠে,
বাকি সময় কাটে মিছে?
তেমনটা ঠিক নয়।
বরং মনের কথা মনে থাক,
হা হুতাশ থিতিয়ে যাক,
এগিয়ে যেতে সইতে শেখাক।
চোখের জলে ভিজে বালিশ
আঁকড়ে ধরো যত,
সেই বালিশে মাথা রেখে
স্বপ্ন দেখো তত।
দিদুন তোমার কবিতাগুলো খুবই সুন্দর।😘😘
আমাদের জন্য আরো আরো লিখতে থাক 😘😘😘
তুমি অনেক ভাল থেকো 😊😊
Akta kobita je sudhumatro akta kobita noy eta je manuser moner porichoy day setay promanito holo.Kono memory ke valobasa ar setake mone kore kosto paoar modhdhe onek tofat,seta khub sohoj vashay apni prokash korechen.Just speachless❤❤❤❤
অসাধারণ,দারুণ হয়েছে ম্যাম।
ভালো লাগলো
হা হুতাশ থিতিয়ে যাক
Ki sundor thought . Subheccha Kobi ke .
অনেক অনেক ধন্যবাদ ☺️