|
---|
ওহে মাকালফল!
খুঁজে খুঁজে তোমায় সারা,
শেষ পর্যন্ত আমার ডাকে দিলে সাড়া ।
আমায় খোঁজো তুমি ,
তবে আমায় চুমো তুমি ।
জানো না, আমি কতজন রে দিয়েছি ধোকা,
আমায় খোঁজে যারা, তারা তো আস্ত বোকা।
আমি ,
এমন মাকাল ফল ।
তোমার মত মোরে দেখতে আসে কত দলবল।
দেখো, আমার ভেতর কালো, বাহির ভালো
তোমরা ভাবো,
আমি জগতের আলো।
জানো?
আমার ভেতরে আছে কী?
আছে –
হিংসা বিদ্বেষ হানাহানি
আর শাসকের চোখ রাঙানি,
ধর্মের নামে দাঙ্গা হাঙ্গামার উস্কানি।
জানো?
আমার বাহিরে আছে কী?
আছে –
লোভ লালসার মোহ
আর গনচুম্বী প্রাসাদে ক্ষমতার মোহ।
আমার ফাঁদে পা ফেললে অধর্মের আগুন জ্বলবে
চিরকাল
ঘরে ঘরে দেখে নিয়ো।
আমি
এমন মাকাল ফল ,
বিশ্বব্রহ্মাণ্ড আমার পদতল ,
আমার মোহে পড়ে হীন হবে চরিত্র বল,
আমায় গ্রহণ করে অন্ধ হয়েছে অন্ধ ভক্তের দল,
আমি
এমন মাখাল ফল।