|
---|
যত বার ভুলিয়াছি পথ
পথভ্রষ্ট পথিকের ন্যায়
তত বারই তুমি শুধু তুমি
দাঁড়ায়াছো এসে পাশে ।
অন্ধের ন্যায় যত বারই
চিনিতে করিয়াছি ভুল
শত্রু আর মিত্ররে
তুমি এসেছো পাশে।
কাঙ্গালির ন্যায় যত বারই
কষ্টের বোঝা বয়েছি কাঁধে
তত বারই হাতে হাত রেখে
দাঁড়ায়া রয়েছো পাশে।
কষ্ট ক্লান্তি যা ছিল মনে
মুছিয়াছো সব, রাখিয়াছো সহস্র সুখে
হে বন্ধু তুমি বন্ধুই চিরদিন
এক নাম তবে অজস্র মুখে।।
Ashadharon hyeche..
ধন্যবাদ