|
---|
নীল সমুদ্রের মতো গভীর দুটি চোখ।
নাবালিকা হরিণীর চঞ্চলতা সেই চোখে,
কৃষ্ণ কালো মেঘের ছাউনির মত পল্লব।
অরণ্যে প্রাণীকুল অজানা শব্দে
যেমন চঞ্চল হয়ে ওঠে,
তেমনি চঞ্চল চোখের তারা দুটি।
স্পষ্ট অথচ ফিনফিনে
কাজলের টান দুচোখে।
যেন চিত্রশিল্পীর সুচারু হাতের
তুলির শেষ টান।
ফাগুনের ফাগ ছিটানো চোখ দুটি
উঠতি বয়সকে উন্মনা করে।
মারাত্মকভাবে বাঁধা পড়লাম চোখ দুটিতে।
মোহন তরঙ্গ হৃদয়ের অনুভূত হল।
সহসা বুঝতে পারলাম তরুণী দৃষ্টিহীনা।
জোয়ারের জল বালুচরের সৈকত অবধি
এসে থমকে গেল।
দুর্মূল্য সম্পদ যা থেকেও নেই।
তীব্র কাতর মগ্ন মনন জানান দিল,
যেন চরাচরে চন্দ্র কিরণ বিলীন হলো।।