|
---|
হিংস্র দাঁতে স্রোতে বসে
প্রতিনিয়ত
চিবিয়ে খাচ্ছি মনুষ্যত্ব
কাকের মত ঠোকরাচ্ছি
নিজের হৃদয়
চুয়ে পড়ছে রক্ত,রস
বিবেক গলে তরল
কার্যকারিতায়
বড্ড অক্ষম হচ্ছে মন
স্বচ্ছ জলে আঁধার বলয়
চোখে চালশে
তাই দিনের মতোই দেখি
পুঁথি-জ্ঞান সাবমেরিনের মতোই
নিমজ্জিত জলে
মাঝে মাঝে শ্বাস নিতে ওঠে
অকারণে হাসির ফোয়ারা
বোগেনভেলিয়ার
হার্টবিট কমছে গোলাপের