|
---|
শ্রাবণের সূর্যরেখা আধো সন্ধ্যা,
শ্বেত পদ্ম মেঘের হাসি
আকাশের গায়ে গায়ে ছড়ানো।
সীমাহীন প্রান্তরে যেন
ছুটন্ত ঘোড়ায় রাজপুত্র।
বরফ মেখে ভেসে আছে
শান্ত নদীর ঢেউ।
চোখের নিমেষে হঠাৎ গম্ভীর
সমস্ত আকাশ দখল করে আঁধার।
আনন্দের হাট ভেঙে, গান থামিয়ে,
দিগন্ত জুড়ে প্রলয়ের বাদ্যি বাজিয়ে
হু হু বাতাস বয়।
আমি তখন জানলা খুলে
ঝোড়ো হাওয়ার অপেক্ষায়।
অবাক চোখে আর সকলে
প্লাবনের আশঙ্কায়।
হাঁসের দল ঘরে ফেরার তাড়ায়
কতক পাখি নীড় হারায়।
ডাবুক তখনও পোকা ধরে কচু ঝোপে।
আমারই মতন, ভয় করে না বোধহয়।
❤️❤️❤️❤️
Ei kobitay prokritir rup bodoler soundorjo ke apni khub sundor kore tule dhorechen.😊😊😊😊👌👌👌
খুবই অসাধারণ কবিতা লেখো তুমি দিদুন😘😘😘💓💓💓আরো এরকম সুন্দর সুন্দর কবিতা তুমি লিখতে থাক📃তোমার কবিতার রাজপুত্র হতে চায়। LOVE YOU Very Much😘😘
☺☺ধন্যবাদ☺☺