|
---|
মনে পড় তুমি ,
জোছনা রাতে চাঁদের আলোয় মৃদু হওয়াতে ।
মনে পড় তুমি,
ছাদের সেই কোণেটা তে গাছ থেকে পড়তে থাকা
শুকনো পাতার মৃদু শব্দে ।
মনে পড় তুমি,
ডায়েরির প্রথম পাতায় কালো রঙের লেখা কালিটায় ।
মনে পড় তুমি,
চলমান বাসে শুন্য হয়ে পড়ে থাকা পাশের সিট-টায়
মনে পড় তুমি,
আনন্দের মাঝে স্তব্ধ হয়ে যাওয়া ফিকে হাসিটার ভাজে।
মনে পড় তুমি,
হঠাৎ পিছন থেকে এসে কেউ কাঁধটাতে হাত রাখলে ।
মনে পড় তুমি,
নদীর কিনারে দাঁড়িয়ে মুখ ধুয়ে দেওয়া সেই বাতাসে।
মনে পড় তুমি,
কানের কাছে ভেসে আসা প্রতিটি গানের টিউন এ।
মনে পড় তুমি,
আমার অসম্পূর্ণতার প্রতি ক্ষণে…