|
---|
আমি তোমার সেই প্রেমিকা
তোমার সেই হৃৎস্পন্দন,
ব্যাকুল অস্থিরতার উত্তাল ঢেউ।
তোমার শীতল জল হাওয়া,
করতলে একফোঁটা বারিকনা,
আমি সেই তীব্র আলোকছটা।
দৃষ্টির আড়াল হলে,
ঝাপসা বোধ করতে,
যার দুগালবেয়ে অশ্রু গড়াত
টিফিন কৌটায় ছোট্ট চিরকুট
লেখা থাকতো দেরি করনা,
আমি সেই অবুঝ প্রেমিকা।
একগুচ্ছ রজনীগন্ধা পেলে আপ্লুত হয়ে,
জীবনভর সঙ্গে থাকার প্রতিশ্রুতি চেয়ে নিত।
আমি তোমার সেই প্রেমিকা।
ব্যস্ত জীবনে কিছুটা হলেও
যে হাতের স্পর্শে স্বস্তি মিলত,
সেই কোমল হাতের খোঁজ মেলেনা,
বাস্তবের খেয়াল তাকে চিবিয়েছে
সময় কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
প্রণয়ের ভগ্নাংশ হয়েছে।
খরস্রোতা নদী স্থির পায়ে মেশে মোহনায়।
জমাট মেঘের আড়াল থেকে উঁকি দেয়।
উজাড় করে নিঃস্ব হয়ে ও হয়না,
আমি তোমার অবুঝ প্রেমিকা।
Osadharon… Ato sohoje koto gobhir kotha gulo uni byakto korlen…
অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো।।।
Darun ❤