স্বাধীন হওয়ার ইচ্ছে
সালেহা খাতুন

একবার আমার মনে হয়েছিল
মা আমাকে কম ভালোবাসে অন্যদের তুলনায়।
পরে বুঝেছি হাতের পাঁচটা আঙ্গুলে
সুচ বিধলে সমান ব্যথা পায়।
আমার একবার  স্বাধীন হওয়ার ইচ্ছে হয়
দেখি তাতে কারো সম্মতি নাই।
জ্ঞানের পাঠ দেয়,বাস্তব শেখায়
ছোট থেকে বড় হওয়ার গল্প শোনায়।
পরে বুঝেছি বাস্তবের সমাধান
সবার কাছে এক নয়।
কেউ খটখটে রাস্তায় পা পিছলে যায়
আবার কেউ চোখ বুজে কাদাজল পার হয়।
সম্ভাব্য বিপদ থেকে সরিয়ে রাখে
ঘিরে রাখে আশঙ্কার বেড়াজালে
ভিড়তে দেবে না ডুবতে দেবেনা
অনিশ্চিতের লঘুগুরু কোলাহলে।
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Islam Md Safiqul
Islam Md Safiqul
1 year ago

চমৎকার

1
0
Would love your thoughts, please comment.x
()
x