দুঃখের সবকটা নদী
মুছে গেলে ভালো বেশ,
জোছনায় খেলা করি
ভেসে আসে সাদা মেঘ।
আনমনে ফিরে দেখি
কোথায় সে উড়ো মেঘ?
তারা – রা ভিড় করে
থাকে ওরা চাঁদের দেশ।
জোছনা ফিরে গেল শেষমেশ,
রাতের শেষ, হারালো ছায়া
ফুরালো রাতের মায়া
রবি করে ঝলমলে সাজ
তাই প্রভাতের ফুরফুরে মেজাজ।।
সুন্দর লিখেছেন।