উত্তাপ খুঁজে পাইনি তবুও
হান্নান বিশ্বাস
আমি নিজের চোখেই নিজের মৃত্যু দেখেছি অনেকবার নিজ হাতেই বুকে যন্ত্রনা লিখেছি বারবার নিরেট পাথরের বুকে এঁকেছি শব্দের আল্পনা লাগিয়েছি
Read moreহান্নান বিশ্বাস
আমি নিজের চোখেই নিজের মৃত্যু দেখেছি অনেকবার নিজ হাতেই বুকে যন্ত্রনা লিখেছি বারবার নিরেট পাথরের বুকে এঁকেছি শব্দের আল্পনা লাগিয়েছি
Read moreহান্নান বিশ্বাস
চাঁদের দখলে আমার মুষ্ঠিবদ্ধ হাত আলগা করিনি কখনও ঝরনার জলের মতো পাথরের বুক চুঁইয়ে নেমেছি অনেক বার পিরামিডের মতো তল
Read moreহান্নান বিশ্বাস
আকাশ চ’ষে মুক্তো বুনে ভ্রূণ ফুটেছে ফল ধরেনি কোনদিন মনের চাষে ঘুম ভেঙেছে বাগান জুড়ে সুপ্ত প্রেমের মঞ্জরী হাওয়ার জোরে
Read moreহান্নান বিশ্বাস
ভেজা ওড়নার আড়ালে জ্বলন্ত পিরামিড মমিরা উঁই পোকার মত উড়ছে অপরাজিতায় নিষিক্ত চোখ উদ্বেলিত মন ঝঞ্ঝার কবলে তনু দেশ ঢেউয়ে
Read moreহান্নান বিশ্বাস
ছুঁয়ে দিলেই মেঘ হতে আমি হতেম নব পল্লব শাখার জঠরে প্রেম দিয়ে নিঃস্ব হলে চাঁদের আলোর আঁজলা দিতে হৃদয় ভ’রে
Read moreহান্নান বিশ্বাস
হিংস্র দাঁতে স্রোতে বসে প্রতিনিয়ত চিবিয়ে খাচ্ছি মনুষ্যত্ব কাকের মত ঠোকরাচ্ছি নিজের হৃদয় চুয়ে পড়ছে রক্ত,রস বিবেক গলে তরল কার্যকারিতায়
Read moreহান্নান বিশ্বাস
তোমাদের আর দোষ কি বাংলা বানানে ঈশ্বরেরও ঢের খামতি উপরে বিন্দু নীচে চাঁদ কোথায় এখন বুঝছি সেটা পরমাদ শিক্ষক দিয়ে
Read moreহান্নান বিশ্বাস
উত্তল কাঁচের ভিতর দিয়ে চলতে চলতেই শেষ হল পায়ে হাঁটা পথ সরণের মান শূণ্য হলে বুঝতে হবে পৃথিবীর একপাক পূর্ণ
Read moreহান্নান বিশ্বাস
ভুলে আছি অনেক সময় আর এসো না বসন্তের-ই এই ক্ষণে সুরে সুরে উদাস ক’রে যাও যে কোথা প্রেম জাগিয়ে এই
Read moreমোঃ সেরাজুল আবেদীন
শৈশব, কৈশোর, হারিয়েছে, এখন বার্ধক্যের দুয়ারে তবু কেন বারবার শৈশব মনে আসছে, তখন বড় সুখেই ছিলাম বেশ,এত টাকা ছিলনা তবুও
Read more