আলো

খায়রুল আনাম

জীবনের আলো অঙ্গ প্রত্যঙ্গে
রৌদ্র ছায়ার বাষ্পীয় আলিঙ্গনে
কৌতুহলী প্রতিক্ষায়,
জীবনের আলো ভাসে স্রোতে
জীবন খুঁজে বেড়ায়।

মৃত্যু ভোলা রাতের চাপা হাসি
অজানা আনন্দে উন্মাদ,
আছাড় খাওয়া ঢেউয়ে
জীবনের আলো সারা অঙ্গ প্রত্যঙ্গে।

লজ্জার মাথা খায় জীবনযন্ত্রণা
প্রেমের দরজায় উন্মুখ
বৈধতার চাবি হাতে ফিসফাস
জীবনের আলোয় অশান্ত আনন্দ।

জীবনের খোঁজে ক্লান্ত পথিক
কড়া নাড়ে অনর্গল
শ্রান্ত রাতে ডাক দিয়ে যায়
জীবনের আলো আলোর ঠিকানায়।

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Abdul karim
Abdul karim
11 months ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x