|
---|
পূর্বে মোরা দেখিয়াছি
চন্দ্র বিন্দু-মুখী
রমজান কিম্বা ঈদের চন্দ্র
পশ্চিম অম্বর ঝুঁকি।
অদ্য দেখি বিরল কিছু
ওই চন্দ্র রূপে,
আরবি বর্ণ ‘বা’ যেন গো
চন্দ্র নিলে মেপে।
সুধাংশু রাজ হঠাৎ নিলে
মোদের মনন কাড়ি ,
রহস্যময় তব বিরাজ
হেরি গগন জুড়ি।
জ্ঞাত নহি বোঝাও কিবা
ওইনা অবস্থানে,
গ্রহ চন্দ্র মিলন হয়তো
বানাও তারার সনে।
নরকুলে দিতে শিক্ষা
তা’দের ঐক্য তরে,
হয়তো তুমি নতুন রূপে
এলে এই গোচরে।
হ’তে পারে বিসমিল্লাহর
আদ্যাক্ষর ‘বা’ দিয়ে
সবার তরে কহ তুমি
সিয়াম শুরু নিয়ে।