|
---|
আকাশ চ’ষে মুক্তো বুনে
ভ্রূণ ফুটেছে
ফল ধরেনি কোনদিন
মনের চাষে ঘুম ভেঙেছে
বাগান জুড়ে
সুপ্ত প্রেমের মঞ্জরী
হাওয়ার জোরে ছিন্ন কুড়ি
পাপড়ি ছিঁড়ে
পাখির মতোই বাগান ছুট
জমিন চ’ষে সভ্যতমের
নেশার ভাণে
চোখের তাঁরায় ছাদবাগান
অ-সুখ যত পড়ছে ঝরে
গাছের তলে
অত্যাধুনিক স্ক্যাণ্ডালে
শ্যাওলা যত ভাসছে জলে
হাঁসের মতোই
কষ্টিপাথর গভীর তল