|
---|
আজও হাওয়ার মত আষ্টেপৃষ্টে
জড়িয়ে আছি কিনা
তুমিই জানো ভালো করে
হৃদয় পোড়া গন্ধ আজও
ম ম করে বাতাসে
নাক ছুঁয়ে যায় কিনা জানিনা
হারানো স্মৃতিরা মাছির মত
জ্বালাতন করে
নিঃসঙ্গ মনটাকে বারবার
সাঁঝের ঝিঙে ফুলের মত হাসি
বেহায়া চোখে
ফিরে ফিরে আসে আজও
অমানিষার বুক চিরে সেদিন
ভূমিষ্ঠ হয়েছিলে হৃদয়ে
আজ দিনের আলোয় নিখোঁজ হলে