হলদে চাঁদ

মোঃ ইজাজ আহামেদ

হলদে পূর্ণিমা চাঁদ আকাশে,

মেঘেরা দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছে

তারই চার পাশে

জ্যোৎস্না স্নান করবে বলে

ঠিক যেমন নদীতে লোকেরা স্নান করতে আসে;

আমার গুরু মস্তিষ্ক দিলো জাগিয়ে

তোমার- আমার সেই স্মৃতিকে;

তুমি আর আমি গোলাকার চন্দ্রের নিচে বসে

কাটিয়েছিলাম সময় এক জোছনা প্লাবিত প্রান্তরে;

কত কথাই না বলেছিলাম দুজনে,

নির্মল বাতাসের ঢেউয়ে

জ্যোৎস্না স্নাত হয়ে

কেটেছিল সময় অনাবিল আনন্দে

আর সাদা মেঘেরা জমায়েত করেছিল আদিগন্তে;

কিন্তু তুমি আমার আজ নেই পাশে;

এই দৃশ্য দেখে

আমার হলদে হৃদয়ের হৃদস্পন্দন গেছে বেড়ে,

 সুষুম্নাশীর্ষক পারছেনা নিয়ন্ত্রণ করতে;

হাইপোথ‍্যালামাস আমার হিয়ার নীল আকাশ থেকে

খসে পড়া দুঃখের নীল তারাগুলোকে পারছেনা নিয়ন্ত্রণ করতে;

 আমার মস্তিষ্কে ডোপামিন ক্ষরিত হচ্ছে;

মনে হয় যেন রক্তের হিমোগ্লোবিনও হিমোসায়ানিনে

পরিণত হয়েছে।

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আবদুস সালাম
আবদুস সালাম
8 hours ago

খুব সুন্দর কবিতা

1
0
Would love your thoughts, please comment.x
()
x