স্বাধীনতা
রজনী সরকার

স্বাধীনতা যদি আপন মনে দু-পায়ে হাঁটতে হাঁটতে আসতো

কত ভালো হতো

থাকতো না এত কান্না

থাকতো না এত আর্তনাদ

মুক্ত বিহঙ্গমের মতন আমি ঘুরে বেড়াতাম

মিটিয়ে নিতাম মনের সাদা-কালো সব তৃষ্ণা

আমার মনে চাষ হতো গোলাপ ফুলের ,

জানি ,

তারা কখনো আসবেনা

আগে কখনো আসেনি

আজও আসবেনা

তবু অপেক্ষায় রত আমি

হয়তো কাল আসবে ,

এটা খুব দরকার

আমার ,তোমার সকলের দরকার

প্রতিটি মুহুর্তে দরকার ,

আমারও তো অন্য সকলের মতন
অধিকার রয়েছে ,

দাঁড়িয়ে থাকার জন্য —

মাথার উপরে ছাদ ,দুধ-ভাতের

তার কারণ

মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না।

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x