সব মনে রাখা হবে
~আমির আজিজ~

তোমরা রাত লেখো আমরা লিখব চাঁদ
তোমরা জেলে ঢোকাও দেয়াল ভেঙে লিখব আমরা
তোমরা এফআইআর লেখো, আমরা প্রস্তুত
তোমাদের হত্যাকাণ্ডের সব প্রমাণ লিখব
তোমরা আদালতে বসে মশকরা লেখো
আমরা রাজপথে দেয়ালে লিখব ইনসাফ
বলব এমন জোরে যেন বধিরও শোনে
এমন স্পষ্ট লিখব যেন অন্ধও পড়ে ফেলে

তোমরা কালো পদ্ম লেখো
আমরা লিখব লাল গোলাপ
তোমরা জমিনে জুলুম লেখো
আকাশে লেখা হবে বিপ্লব
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে, সব

তোমাদের লাঠি গুলিতে নিহত হয়েছে যে বন্ধুরা আমাদের
তাঁদের স্মরণে হৃদয় বিরাণ করে রাখা হবে
সব মনে রাখা হবে, সব

কালি দিয়ে তোমরা মিথ্যে লিখবে জানি
আমাদের রক্ত দিয়েই সই, সত্য নিশ্চয়ই লেখা হবে
সব মনে রাখা হবে, সব

মোবাইল টেলিফোন ইন্টারনেট ভরদুপুরে বন্ধ করে
ঠান্ডা অন্ধকার রাতে পুরো শহর নজরবন্দী করে
হাতুড়ি নিয়ে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়া
আমার সারা শরীর আমার ছোট্ট জীবন চুরমার করে যাওয়া
আমার হৃদয় মনিকে চৌরাস্তার মাঝে মেরে
নিজের পালে ফিরে তোমার এমন নির্বিকার হাসি
সব মনে রাখা হবে, সব

দিনে মিষ্টি কথা সামনে এসে
সব ভাষায় আধো আধো বলা—সব ঠিক আছে
আর রাত হলেই অধিকার চাওয়া মানুষের ওপর লাঠি, গুলি চালানো
আমাদের হামলা করে আমাদেরই আক্রমণকারী বলা
সব মনে রাখা হবে, সব

এই সব ঘটনা লিখে রাখব আমি আমার হাড়ে
আমি আছি তা প্রমাণের দলিলপত্র চাও আমার কাছে
আমি থাকার প্রমাণ তোমাকে দেওয়া হবে নিশ্চয়ই
তোমার শেষনিশ্বাস পর্যন্ত চলবে এই লড়াই
সব মনে রাখা হবে, সব

কেমন করে দেশকে ভাঙার ষড়যন্ত্র করেছ মনে থাকবে এই কথাও
কেমন আদরে চেয়েছি আমরা তাকে অটুট রাখতে মনে থাকবে এই কথাও

যখনই জগতে কাপুরুষতার কথা উঠবে, তোমার অপকর্মের কথা মনে রাখা হবে
যখনই জগৎ বলবে, কাকে বলে বাঁচা, আমাদের কথা মনে রাখা হবে
কিছু মানুষ তো ছিল, যাদের সংকল্প ভাঙতে পারেনি লোহার হাতকড়া
কিছু মানুষ তো ছিল, যাদের বিবেক কিনতে পারেনি ইজারাদারের কড়ি
কিছু মানুষ তো ছিল, যারা দাঁড়িয়ে ছিল নুহের প্লাবন হওয়ার পরও
কিছু মানুষ তো ছিল, নিজের মৃত্যুসংবাদের পরও বেঁচে ছিল যারা

পলক ভুলে যাক চোখকে ঢাকার কথা
পৃথিবী যাক ভুলে অক্ষপথে ঘোরা
মনে থাকবে আমাদের কাটা ডানার ওড়া
মনে থাকবে এই স্লোগান আমাদের এই ভাঙা গলা

সারা জীবন যেন দেওয়া যায় তোমাদের নামে অভিসম্পাত
কলঙ্ক যেন লেপন করা যায় মূর্তিতে তোমাদের
তোমাদের নাম তোমাদের ভাস্কর্য টিকিয়ে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে
সব মনে রাখা হবে, সব

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x