সম্পর্কে বৈচিত্র্য থাকুক
~শেখ রমজান আলী~

তোমাকে আমি দূরে থাকতে বলছি না।
তবে সম্পর্কে মাঝে মাঝে দূরত্ব হওয়া ভালো।
সবসময় ভালোবাসি ভালোবাসি বলতে ভালো লাগে না।
একঘেঁয়ে ভালোবাসার পরিণতি মধুর হয়েছে কখনো?

যে সম্পর্কে বাইরে চাকচিক্য যত বেশি,
তার ভেতরের গভীরতাটা ততই কম।
আমি চাই সম্পর্কে বৈচিত্র্য আসুক,
আমি আমার তুমিটাকে তুই বলতে পারি।
যাকে চুমু খাওয়ার অধিকার আছে,
তাকে থাপ্পড়ও মারতে পারি।
সম্পর্কে ভরসা থাকুক মাতৃক্রোড়ের মতই।
তুমি যদি সম্পর্কে স্বার্থ খোঁজো,
তাহলে তুমি ব্যবসা করো।
ভালোবাসা তোমার কম্মো নয়।

সম্পর্কে রাগ,অভিমান,থাকুক অভিযোগ ঝগড়া হোক,
এমন কি কয়েক দিন মুখ দেখাদেখিও বন্ধ হোক।
দূরত্বটা দেহের বাড়ুক,মনটা যেন মনের পাশেই থাকে।
ভালোবাসা হৃদয়ের মণিকোঠায় লুকানো থাকুক আজন্মকাল।
ঠিক যেমন ঝিনুকের আবরণে মুক্তো লুকানো থাকে।
ঠিক সেইভাবে,
যত অভিমানই থাক যত দূরেই যাক,
তার ফিরতি পথে যেন একটা বিশ্বাস নামের সেতু থাকে।
ভরসা থাকে ঠিক আগের মতই,
একই ভাব একই রকম আজন্মকাল।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x