‘সৎ’ মানে?
▪︎অসিমা খাতুন▪︎

সংজ্ঞা টা ঠিক মেলাতে পারছিনা
সৎ বাক্য সৎ চেষ্টা সৎ শ্রম সৎ সংকল্প সৎ দৃষ্টি সৎ জীবিকা
সম্যক সমাধি সৎ শ্রবণ সৎ
পাত্র_সৎ মা বানান টা ঠিক লিখলাম তো?
সৎ পাত্র অবধি ঠিক ছিল হয়তো, কিন্তু সৎ মা সব এদিক ওদিক করে দিল!
যদি ঠিক ই তবে কেন মনটাকে নির্মাণ করি অসৎ হিসেবে
নাকি’ তাঁর’উপর না ঝাড়া ক্রোধ বর্ষণ করি এই সতের ওপর?
নাকি তাদের ও অসৎ হওয়ার গল্প
লুকিয়ে থাকে ওই ‘সতে’র পেছনে!
শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হলে তাতে ঘূণ ধরলে তা বদলালে নকল বারে
যে কৃত্রিমতার সাহায্য নেওয়া হয়,
তাতে সুখ পাই কৈ?
তা দিয়ে বেঁচে থাকার জন্য অভিযোজন করে যাই কেবল।
তবে কি সৎ মা মানে কৃত্রিম অনুভূতি?
তালে কেন সৎ হল তার সম্বোধন?
সংজ্ঞা টা ঠিক মেলাতে পারছিনা।।।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x