ক্যাপশন
অসিমা খাতুন

  1. ভাবছি জীবনের ঘটনাকে নিয়ে এক উপন্যাস রচনা করব।
    সুদীর্ঘ এক উপন্যাস।
    ঘটনার এমন গাঢ় সব জটিলতা একটি মাত্র উপন্যাসে জমিয়ে দিলে
    আরেকটা লেখার কাঁচামাল পাবো কোত্থেকে।
    না শত শত ছোটোগল্প বানাবো।

তবুও একটি চরিত্র যে ঘুরে ফিরে আসবেই বারংবার।
বরং কবিতাই বানানো যাক সহস্র।
তা না হলে অণু কবিতা বলে যদি কিছু থেকে থাকে তাই না হয়,
তাছাড়া শেষ অপশনে ক্যাপশন তো আছেই ।
লক্ষ লক্ষ। জীবন শেখানোর পাঠ।

তবে আমি পারবই।
আবার সেই ক্যাপশনের বীজ ফেলিয়েই আমার খাতার বুকে চাষ করব ছোটোগল্প।
ফলন ভালো হলে আর ও কয়েক বিঘায় ছোটোগল্পের বীজ দিয়ে উপন্যাস।

জানি আমি পারবই।
ততোদিনে পত্রিকার বিঘায় টানতে থাকি লাঙল।
জানি, মাটি একদিন উর্বর হবেই।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x