|
---|
ওদের নিবাস নেই,
ফুটপাত ওদের ঘরের দালান;
তারই মধ্যে কাটায় ওরা,
ওদের নিষ্পাপ অবহেলিত প্রাণ;
ওরাতো চায়না বিলাসী জীবন,
চায়না ধনীর ভোগ ।
ওদের দেহ হয়তো নোংরা,
নেই কোনো দূরারোগ ।
ওরাতো চায়না আকাশের চাঁদ,
মাটি থেকে হাত বাড়িয়ে;
খ্যাতির সস্তা বাজারে,
ওরা চায়না যেতে হারিয়ে;
ওরা তবে কি চায়?
ওরা চায় একটু ভালোবাসা
আর দুমুঠো অন্ন,
কারণ ওরা জানে –
পৃথিবীটা আছে ধনী-গরীবের জন্য ।।
Khub sundar kabita. 😊
Khub bhalo laglo apnar kobita pore sir ami asha korchi apni aro bhalo bhalo kobita likhben
Sir আপনি কেমন আছেন??
আপনি যে কবিতা লেখেন তা তো জানতাম না কিন্তু এটা আমার খুব ভালো লাগলো আর সত্যিই খুবই সুন্দর।।
☺☺ধন্যবাদ☺☺