|
---|
দিগন্ত প্রসারিত মাঠ
সূর্যের ক্ষীণ আলো
উদ্বিগ্ন বাতাসের উত্তাল
সন্ধ্যে নামার মুহূর্ত
ঝিঁঝিঁ পোকার ডাক,
রাস্তার ধারে গাড়ির আওয়াজ
কিছু দূরে খরস্রোতা নদী
বাঁধের ওপর কিছু মানুষ
কোলাহল হীন নিস্তব্ধ রাত্রি।
অবচেতন মনে বিভৎস
স্বপ্নের আনাগোনা
হৃদস্পন্দন,প্রসারিত শ্বাস,
টিকটিক ফ্যানের আওয়াজ।
চোখে দুঃস্বপ্নের কালো মেঘ
ভোরের ঘুমে স্বস্তির আলো
সকালের নতুন সূর্যরশ্মি
অন্যরকম চাকমকি।
প্রত্বহিক মরীচিকার পেছনে ছুটে চলা জীবন,
এভাবেই রোজ সন্ধ্যা নাবে রাত্রি হয়।