রাস্তার জলচ্ছবি
▪️রিজিয়া সুলতানা▪️

বিভীষিকাময় রাস্তার মাঝে ঝুটো স্বপ্ন দেখা মেয়েটি,
রাস্তার ভিড় দেখে প্রমোদ গুনছে,
যে অচেনা লোকগুলো কথাই বিদ্ধ করে বুকের ভেতরের ভয় বাড়িয়ে তুললো।
রাস্তার কদর্য পঙ্কিল বিভীষিকায় আটকে পড়লো মেয়েটি।
রক্তবর্ণ চক্ষু, বিভীষিকাময় দাপট দেখে কম্পিত বক্ষে বলে উঠলো
আর না,
বিভীষিকাময় পথের দুপাশে চলতে থাকা বাক্যবাণে জর্জরিত মেয়েতি বেঁচে থাকার আশা হারালো।
মেয়েটি এতদিন জল দিয়ে ছবি আটকে রেখেছিল,
যে ছবি হঠাৎ হাওয়াই খুলে পড়ল,
কল্পনার ভেলাই চড়ে ওঠার যে স্বপ্ন সেটা একনিমেষে হারিয়ে গেলো।
হৃদয় এ রক্ত ক্ষরণের সঙ্গে সঙ্গে,মনে বেদনার পাহাড় নিয়ে এক অচেনা পরিবেশে মিশে যায় মেয়েটি।
অশ্রুসিক্ত চোখে মুখে ম্লান হাসি নিয়ে বেদনা লুকোনোর চেষ্টাই সে সবসমই ব্যার্থ।
প্রচণ্ড ভালোবাসার আড়ালে অপমান,অপদস্ত হতে হতে মাথায় পাহাড় ভেঙ্গে পড়ে,নিঃসঙ্গ একাকী মেয়েটি ক্ষীণ হতে থাকে।
মিথ্যে ভালোবাসার স্বপ্নে সে বিভোর,নিঃসঙ্গ জিবনে আজ তার সঙ্গী শুধুই নিঃসঙ্গতা,হতাশা,দুঃখ,বিষণ্ণতা।

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x