একটা তুমি চাই
নাঈম খান

আমার একজোড়া হাঁতের প্রয়োজন, যখন ভয় পাবো তখন যেন তোমার হাঁত দুটি শক্ত করে আঁকড়ে ধরতে পারি।
আমার একজোড়া চোখের প্রয়োজন, যে চোখ আমার অশান্ত মনকে শান্ত করবে। সবসময় পাশে থাকার ভরসা যোগাবে।
আমার একটি মুখমন্ডল চাই, যে আমাকে ভেঙ্গে পড়ার সময় সাহস যোগাবে। হাজারো চেনা রুপের মাঝে তাঁকে সবচেয়ে আপন লাগবে।
আমার একজোড়া পায়ের প্রয়োজন, যার সাথে পা মিলিয়ে হেঁটে পাড়ি জমাতে পারবো অনন্তপুর।
আমার এমন একজনের স্পর্শ প্রয়োজন, যে স্পর্শে সকল কষ্ট জমে শীতল বরফ হয়ে যাবে।
আমার একটি তুমি প্রয়োজন, যেন সেই তুমিকে শক্ত করে জড়িয়ে ধরে অনেক কাঁন্না করতে পারি।
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x