বৈশাখীর কাল
সালেহা খাতুন

আমি যদি চাই
তুফান ঘটে যায়।
আমার একটু খানি ইশারায়
মাঠের শস্য,গাছের ফল ঝরে যায়।
বিরাট গাছের মুন্ডু ছিঁড়ে যায়।
আমার এক ঝটকায়
ঘরের চাল থাকে না ঘরে
নারিকেল পাতা তালপাতা ছড়াছড়ি করে।
আমার কত ক্ষমতা
ধারণা করতে পারো?
আমি চাইলে ধনী, গরিব সকলকে
একসাথে একই জায়গায় করতে পারি জড়ো।
জানতে চাও আমার কত বল?
একইসাথে আনতে পারি ঝড়, বৃষ্টির জল।
দমকা হাওয়ায় গরু ছাগলও
মাঠ ছেড়ে ছোটে।
দেখোনি পাখির বাসা
কেমন মাটিতে লোটে!
কত মানুষকে করতে পারি গৃহহীন
আমি কাল বৈশাখী,
আমি প্রকৃতির অধীন।
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x