ক্ষুদ্র ভাইরাস
সালেহা খাতুন

মানব জগত যখন

এক অদৃশ্য জাদুর টানে,

উন্মুক্ত আকাশে ডানা মেলে

উড়তে শুরু করেছে।

কানে হেডফোন লাগিয়ে,

গানের মূর্ছনায় বিভোর।

বায়না ধরে, এমন বয়সী ছোটরা

যখন প্রতিযোগিতায় সামিল।

এ ঘর ও ঘর যখন কুরুক্ষেত্রের

যুদ্ধ চলছে নিঃশব্দে,

বৃদ্ধ পিতা-মাতা যখন

গাছ তলায় আশ্রয় নিয়েছে।

ঠিক সেই মুহূর্তে,

উত্তরের ঝঞ্ঝার আগমন।

বিশ্ব সংসার তছনছ হল

মৃত্যুর মিছিল চলে সভ্য জগতে।

এক ঝটকায় আতঙ্কে

ঘরবন্দি মানুষ।

প্রকৃতি শান্ত হয়ে যায়,

লোকালয় নিস্তব্ধ হয়ে যায়,

অদৃশ্য বিষ- অনুর খেলায়।

চিকিৎসক ছাড়া সন্তান প্রসব

গৃহে কিংবা পথে,

পরিযায়ী শ্রমিকের মৃত্যু

জলাভাবে, খাদ্যাভাবে।

গোরস্থান, শ্মশানে

শব যাত্রায় সামিল হতে না পারা।

সে বড় ভয়ঙ্কর

প্রাণঘাতী ভাইরাস।

 

 

– 2020 সালে রচিত

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x