চোখ জুড়ানো দৃশ্য দারুণ
হলুদ সর্ষে ফুল
দিগন্ত মাঠ ভরে আছে
হয় না যাহার ভুল৷
ছুটছে অলি ভনভনিয়ে
বসছে ফুলের পর
প্রজাপতি উড়ে বেড়ায়
দৃশ্য মনোহর৷
মাঠের পরে মাঠ সেজেছে
সর্ষে ফুলে দেশ
সে যে আমার রূপের বাংলা
নেইকো যাহার শেষ৷
মন কেড়ে নেয় দুপুর বেলা
সর্ষে ক্ষেতের ডাক
মৌমাছিরা ফুলের ঘ্রাণেক্ষক
আনন্দে বাক বাক৷