ফিরে এলো বিজয়

শাহানাজ পারভীন শিউলি

প্রতিদিন চেয়ে থাকি একটি তেজোদ্দীপ্ত সোনালি রবির অপেক্ষায়৷
কিন্তু সূর্যগ্রহণে গিলে খায় রবির তেজ৷
চেয়ে থাকি, তৃষ্ণার্ত হৃদয়ে এক মেঘ বৃষ্টির জন্য,
কিন্তু শ্রাবণের কান্নায় ব্যথাতুর হয়ে ওঠে মন৷
কত রাত জেগে থাকি, একটি পূর্ণিমা চাঁদের জন্য৷
কিন্তু অমাবস্যা গ্রাস করে পূর্ণিমাকে৷
কতবার চেয়েছি আঁধারের অগোচরে হাসনাহেনার গন্ধ নিতে৷
কিন্তু রাতের প্রান্তে ঝরে পড়ে শিউলি৷
কতটা মাস অপেক্ষা করেছি এক রূপময়ী বসন্তের৷
কিন্তু শীত আসে ঝরা পাতায়৷
তবুও কার জন্য যেন অপেক্ষা করেছি, কার জন্য যেন মন কেঁদেছে৷
কাকে নিয়ে যেন কাজল পরেছি, চুল বেঁধেছি লাল ফিতায়৷
পায়ে পরেছি নুপুর৷ কার জন্য যেন নিক্কণের শব্দে নেচে চলেছে মন৷
অবশেষে হেমন্ত এলো৷
মাঠ সাজালো সোনালি রোদে৷
লাল সবুজের গাঢ় আবির ঢেলে মন সাজিয়ে দিলো৷
রবি কিরণ ছড়িয়ে দিলো চারিদিকে৷
আমার হৃদয়ে বাজলো বিজয় বীণার ঝংকার৷
লাল সবুজের আঁচলখানি উড়িয়ে দিলাম নীলাম্বরে৷

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x