বেঁচে থাকার স্বস্তি

রুস্তম আলী

মানুষ জলে অক্সিজেন নিতে পারে না
তাই জলে বাস করতে পারে না,
স্থলে বাস করে৷
আবার মাছ স্থলে বাস করতে পারে না
জলে বাস করে
এমনও প্রাণী আছে যারা জলে স্থলে
উভয় স্থানেই থাকতে পারে
এ সবই কিন্তু উপরওয়ালার অবদান৷
তাই বলি,’’হে প্রভু সুখের বিপরীতে কষ্ট যদি দাও
সে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও
যেন সে কষ্টের মাঝেও বেঁচে থাকার স্বস্তি পাই৷’’

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x