ইংলিশ কিংবা চোলাই

মহম্মদ মফিজুল ইসলাম

সপ্তাহে সাত বার
অথবা যদি বারে যাও বারবার,
পান করো ইংলিশ
কিংবা কখনও মহুল-বাংলা
কিংবা দিশি চোলাই,
কেনো যদি এক পেগ
অথবা আঠাশের পাউচ,
দেখে সস্তা, কয়েক বস্তা
পান করো আকণ্ঠ৷
যদি হও বেঁহুশ
অথবা বেসামাল
কিংবা মাতাল,
বলবে না কেউ আর— অসভ্য, বর্বর৷

চোখে যদি তারা ফোটে
কপালে দূর-ছাই জোটে,
ওলোট-পালোট হয়ে যায় বিশ্ব
অথবা স্বর্গ-মর্ত্য-পাতাল৷

রকে চলতে চলতে, কু-কথা বলতে বলতে
কিংবা অশ্রুভরা চোখে,
টলতে টলতে আবার
যদি তোমার ঠিকানা হয়
ফুটপাথের চাতাল৷

কী-বা চিন্তা? কী-বা সংশয়?
নেই কোনও কড়াকড়ি
অথবা হাতকড়া ধরাধরি,
সস্নেহে হাত ধরে
পৌঁছে দেবে নিজ ঘরে,
রক্ষকই এখন বন্ধু তোমার
পাবলিক দেবে না আর ধোলাই৷
যত পারো পান করো
ইংলিশ কিংবা চোলাই৷

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x