|
---|
সমস্ত জড় পদার্থ তিন রূপে
ধরা দেয় বাস্তবে
কঠিন তরল বায়বীয়
স্বার্থ সিদ্ধির কারণেই
তাপের প্রয়োগে
পদার্থের রূপান্তর ঘটাই
লোহা পোড়ালে অণু থেকে
অণুর দুরত্ব বাড়ে
দুর্বল হয় আকর্ষণ বল, তারপর…..
গরম সোনা ছ্যাচা দিয়েও
মন পছন্দ বানাই
আন্তঃআণবিক দুরত্ব বাড়িয়ে
বোদ্ধা জনে বুদ্ধি দিয়ে
দাবার বোর্ডে
সহজেই করছে কিস্তিমাত