প্রতিবাদের বুদবুদ সবে উঠতে শুরু করেছে
মগজে ফুটছে রাগ,অভিমান—
সে চিনেছে ঐ পথ
যে সিঁড়ির পাদানি চলে গেছে
তোমার সাম্রাজ্য ব্যালকনির রেলিং হয়ে—।
শব্দ বিপ্লব জাগিয়ে তোলে অধিকার বোধ
বাসে ট্রেনে অজস্র ফিসফাস—
তীব্র গুমোটে বইছে কালবৈশাখির পূর্বাভাস
অন্ধকারের নাব্যতা বুঝতে
মানুষ একটু দেরিই করলো—।