বসন্ত বিলাপে

হান্নান বিশ্বাস

বিয়ের কনে বাগান বিলাস
সকল সময় সাজে,
মিলি টগর পাতা বাহার
ব্যস্ত সাজার কাজে।

শিমুল ফুলে রঙের বাহার
সজনে ফুলে নোলক,
মঞ্জরী সব ঝরছে হাওয়ায়
আম্র শাখে গোলক।

ঘুমে বিভোর গোলাপ কুড়ি
বৃষ্টি ফোঁটায় জাগে,
বেঁচে থাকার স্বপ্ন নিয়েও
ফোটা গোলাপ ভাগে।

আবরু গেল পর্ণমোচীর
দমকা হাওয়ার টানে,
বৃষ্টি এসে জানিয়ে গেল
নৃশংসতার মানে।

মেঘের ডাকে চমকে দিল
বসন্ত বিলাপে,
সবুজ পাতার স্নানের পরে
উচ্ছ্বাস সংলাপে

সূর্য দেবের ছুটি নাকি
আলো গেছে টুটি!
আঁধার হল মাদার তলা
হাত-পা ধুয়ে উঠি।

কবিতারা মারছে উঁকি
মনের অলি গলি
ঘরের কোণে জানলা খুলে
লিখছি দু-চার কলি

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x