|
---|
আকাশ নিয়ে লিখতেই
ধেঁয়ে আসে মেঘ
আগুনের চাবুক নিয়ে
তারাদের উঁকি ঝুঁকি, রাতভর
কানাকানি
নিখুঁত নিশানায় চোখ
বাতাসের লুকোচুরি চারপাশে
শির শির স্পর্শে
চমকে হঠাৎই পাশ ফিরি
মৌমাছির ঝাঁকের মতো
পর্ণমোচীর
পরিত্যক্ত বিবর্ন পত্ররাজি
বল্লমের ফলার মতো
বাঁশ পাতা
শরীর ছুঁয়ে বেরিয়ে যায়
আমি মুক্তবেগের অপেক্ষায়
পৃথিবীর কিনারে
নির্বাক দর্শকের মত