উত্তল কাঁচের ভিতর দিয়ে
চলতে চলতেই
শেষ হল পায়ে হাঁটা পথ
সরণের মান শূণ্য হলে
বুঝতে হবে
পৃথিবীর একপাক পূর্ণ হল
বেশি কচি পাতা জন্মালেই
জানতে হবে
গাছটি পর্ণমোচী ছিল
বেশি আম্র ফুলে নাকি
ধানের শীষে
প্রচুর দুধ জমতে দেখা যায়
অবতলে দেখলে তো
পৃথিবীকেই
হাবাগবা মনে হয়