রাতের বার্ধক্যের সন্তান হয়ে জীবন আকাশে
জন্ম নিয়েছে বিকলাঙ্গ চাঁদ।
স্বল্পমেয়াদি পালা নিয়ে রঙ্গমঞ্চে।
নির্ধারিত সূর্যের তেজে নিরীহ
টিকতে পারছে কই!
তবে চাঁদের জন্মে মায়ের বন্ধ্যা দোষ কেটেছে
এটাই ঢের নইকি !
কত লম্বা জীবন কেটে যায় অন্ধকারে
সে তো আলো করেছে জগৎ মায়ের কোল।
i8SQP8Y37oU
ZM7TCwF5iqS