|
---|
নহে কভু অধিক সোজা
ওই কবিতার পসরা,
সাজাই তারে খোশ মেজাজে
যেমন খুশি আমরা।
আছে অনেক নিয়ম কানুন
কবিতার ওই ভাঁজে,
চরণ শেষে ধ্বনির মিলেই
কবিতা না সাজে।
বিষয় থাকা চায় কবিতায়
সমাজ গড়ার আশে,
সমাজ বিপ্লব উন্নয়নে
থাক কবিতা পাশে।
ভালোর লাগি চায় কবিতা
মন্দ কভু নহে,
দুঃখীর কথা ধরতে তুলে
মসি যেন রহে!
প্যাঁচ পাঁচালি নয় কবিতায়
সোজা কথা বলা
মাধুর্যের ক্ষয় নাহি করে
শুদ্ধ থাকে কলা।
পারলে এসো একটু প্রয়োগ
লেখার মাঝে জুড়ি
অলংকার আর ছন্দ দিয়ে
কাব্য গুলো মুড়ি।
স্বরবৃত্ত মাত্রাবৃত্ত
অক্ষরবৃত্ত যত,
অদ্য যেন খোয়া গেছে
দুঃখ হয় যে কত।
তাদের নাহয় একটু জিয়ায়
রাখতে বঙ্গ সম্মান,
শিল্প কলা রাখি ধরে
রাখি কাব্যের বিধান।
বলছি নাকো আধুনিক আর
মুক্তক ছন্দের কাব্য,
নয়কো মোটেই ভালো কিছু
নয়কো মোটেই ভব্য।
এসো মোরা একটু গড়ি
শিল্পের কারুকার্য,
রবে যেথা কাব্য নিদান
বেশ গো ব্যবহার্য।