উৎসর্গ
অসিমা খাতুন

‘তোমার প্রতিটি সিদ্ধান্তকে আমি সম্মান জানাই’ বললেও,
ঠিক ই তো, যার সঙ্গে নিজের কোনো ভবিষ্যৎ জুড়ে নেই
কেন শুধু সময় অপচয় করবে সেখানে।
এগিয়ে গেছ,আরও এগিয়ে যাও
নাগালের বাইরে
মেয়েটির সীমানার বাইরে। যেন
কলুষিত মেয়েটি নিজের জীবনের সঙ্গে না জড়িয়ে যায়,
ভুলে যেও ওসব লাল নীল ছাইপাঁশ ভালোবাসা।
থেমো  না।
সমুদ্র স্রোতকেও বলে দিও সত্বর
পদচিহ্ন মিটিয়ে দিতে ,অনুসরণ করে ফেলে যদি, যদি সত্যিই ধাপ্পা দিয়ে ফেলে!
ঠিক ই তো বলেছিলে ‘আমারও তো বাঁচতে ইচ্ছে হয়’!
তাই আজ যতোটা এগোনো যায় এগিয়ে যাও কাল না হয় তাকে
ধাপ্পা দিও এক কন্যার পিতা হয়ে।বুঝবে কতটা ছিল মেয়েটির উৎসর্গখানি।
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x