না ফেরার দেশ
রুবেল রানা

 

না-জানি সে কেমন স্বপ্নোৎফুল্লিত না ফেরার দেশ
কেমন হইবে তবে জান্নাত-জাহান্নামি নর-নারীর গাত্র বেশ!
আসিবে কি সেদিন ভূ-গগন স্পর্শী এক বিশালাকায় মানুষ!
সত্যিই কি সেদিন রূঢ়স্বরতায় ভগ্ন হবে মানবের মান-হুশ?

আছে কি তবে পরিত্রাণ এ বিষম নগ্নতার জটিলতায়
যদি বা আছে পরিত্রাণ তবে সে কিসের মিঠ অতলতায়?
ধর্ম, সত্য, বিশ্বাসে আছে যদি মহত্ত্ব তা কি তার পরম উপসর্গ!
হয়েছ কি জিজ্ঞাসু তুমি হৃদয়ের মাঝে পর্বে উপপর্ব?

মর্ত্যে কি খুঁজেছিলে তুমি পবিত্রতার মাঝে পবিত্র সুর?
যদি-বা করেছ পবিত্রতার অন্বেষণ মিলবে জান্নাতি হুর।
মিলিল জান্নাত যদি জিজ্ঞাসু তবে তুমি ওই ওষ্ঠ অধরপুটে
ভাবনায় তুমি না পারিবে রহিতে নিমিষে পরি শত মিটে।

আজ শীতল ওষ্ঠে শব্দ এসেছে না আশার আঙিনায়,
যেতে তবে হবেই একদিন না দেখা উন্নিদ্র দেশের সীমানায়।
তবে সে বিচারের, সে ফলাফলের এক অজ্ঞাত দেশ
যার শুরু এক অজ্ঞানতার কিন্তু ইহা মর্ত্য জীবনের শেষ!

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x