রুজি রুটি
সালেহা খাতুন

ছি ছি ছি একি শুনি
আপন জনের প্রাণটি গেল,
ভেদাভেদ কে শেখালো।
যে দেশে পেটে খিদে
নিত্য জ্বলে
আগুন পোড়া ভাঙা ঘরে।
ভাতের খোঁজে,
কে বা কারা
বুলেট চড়ে!
ওরে ও পাগলা রাজা
ভেবে দেখ মগজ খুলে,
বিভেদ ভুলে।
একই রক্ত, একই প্রাণ
গানটি তোরা যাসনে ভুলে।
জেনে রাখ, কিষাণ বালক
ঋণে মরে, তোর পিতা পালক।
ওরে ও বোকা ছেলে
চিনে নে চক্ষু মেলে,
ওরা যে দস্যু বড়
হুকুম করে,
বিলাস ভরে, নিজের তরে,
তোর কবরের ফাটল গড়ে।
ভেবে দেখ বেকার ছেলে
হাতে তোর রক্ত মাখে ,
কার কথাতে মুন্ডু কাটে
কে দিয়েছে অস্ত্র হাতে?
কে যোগাবে রুটি-রুজি?

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pranab Sarkar
Pranab Sarkar
1 year ago

অসাধারণ

1
0
Would love your thoughts, please comment.x
()
x