ধারাবতী

মণীশ মৌলিক

কালকে তোমার আবার উজান ফেরা,

কালকে জোয়ার লাগবে তোমার জলে

আজকে তোমার ফুরিয়ে এল বেলা,

ভাটির টান যে ফেরার কথা বলে৷

নাচের ঠামে আঁধার নামে ধীরে

দেহে, চড়ায় এবং হৃদিস্থলে

সৃষ্টি থেকে বন্দী হয়ে আছো

অজানা এক অনন্ত শৃঙ্খলে৷

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x