অলস মায়া

রফিকুল হাসান

আমার আগের সমস্ত উচ্চারণ
আজও বাতাসে বিচরণ করছে৷
আমার সমস্ত কর্ম কিম্বা প্রচেষ্টা
আসমানি আলোয় উপবিষ্ট হয়ে

থরে থরে সুসজ্জিত যুগযুগান্তর,
তবুও আমার অন্তর নিমজ্জিত
আমার আকণ্ঠ পাপের উত্তাপে
আর আমি আগাগোড়া আকছার
কলুষিত করছি আচার-আচরণ৷

সব ভেসে উঠবে আঁখির পলকে
ঠিক যখনি পাখি নিজস্ব ঢঙে
দুনিয়াদারীর রামধনু রঙ ভুলে
খাঁচা ছিন্নভিন্ন করে ফিনিক্সের
পালকে ভর দিয়ে ছেড়ে যাবে
এই ছায়াচ্ছন্ন, এই অলস মায়া৷

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x