হ্যাঁ আমি ভালো থাকবো,
প্রখর রোদ্দুরে,
ছায়ার অস্তিত্ব নিয়ে,
ভালো থাকবো।
আজকালের পাতায়,
ভালো থাকবো,
রৌদ্রের সান্নিধ্যে,
পুষ্প পুষ্প বোনে।
নিরন্তর অবলীলায়,
কায়া আর কালী মাখা কাল বেলায়,
বেঁচে থাকার নবো আশায়।
কলমে নয় মর্মে,
যৌবনে নয় জীবনে,
রাস্তার প্রান্তরে,
হয়তো কখনো ফুটপাথ,কিংবা রাজপথ-
দিয়ে চলতে চলতে।