আজকের রৌদ্র,
জীবন আধো আলো ছায়া মাখা,
অতি অতি অতি ভদ্র,
সঙ্গে ছিলো না মাথার ছত্র,
হচ্ছিলাম বাসের মধ্যে বিরক্ত।
রোজা অবস্থায় মন ছিলো অতি শক্ত।
বয়স তো বাড়ছে তাই মন,
বলি তোরে,
জীবন টা এই ভাবে অবহেলায় ভাসাস না রে।
হালাল পথে করুন উপার্জন,
হারিও না জীবন,
পাঁপকাজে না হারায় যেন যৌবন।