রাত ডাকলে আমাকে যেতেই হয়
যেভাবে মৃত্যু ডাকলে যেতে হয়
প্রেম ডাকলে যেতে হয়
সেভাবে নয়
আরও আরও দ্রুত
এবং আরও গভীরভাবে হেঁটে যাই
আসলে ওখানেই আমি থাকি
আমার সত্তা
এবং যেটুকু আসল থাকে
সুদ ছাড়া টুকে নিই বুকের পাঁজরে
তারপর যা কিছু পড়ে থাকে
মুখোশ আর নেতিবাচক শক্তি