উত্তাপ আমিনা তাবাসসুম কবিতা May 8, 2022 by নতুন গতি উষ্ণতার ছাপ কেটে গেছে বহুদিন হলো বহুদিন বৃষ্টি এখানে দু চোখের নালী কেটে নেমে আসে গোধূলির নৃত্য। সেসব দূরে রেখে সাহারায় প্রবল উত্তাপ। অথচ– যে প্রেমে ভেসে গেছে ঘর তার কাছে এসব কিছুই নয়।