|
---|
আমরা সেসব বহতা নদী
কখনো শুকিয়ে বালি
আমরা সেসব নৌকার দাঁড়
কখনো উনুনে গলি।
আমরা সেই পরিচিত মুখ
একঝাঁক প্রজাপতি
আবার আমরা শুকনো লাশ
আমাদের নেই গতি।
আমরা মানুষ, আমরা মুনিষ
আমরা প্রিয়জন
পরিত্যক্ত ,লবনাক্ত আমরাই এ ভুবন।
একদিকে হাতে মশালের আলো
আর দিকে ঘৃতাহুতি
আমাদের কাঠ আমাদের ছায়ে
কয়লার রুপমতি।
যে গাছ লাগাই তার ডাল দিয়ে
আমাদের দেহ জ্বলে
অভয়ারণ্য, জনশূন্য
একাকী,কখনো দলে।
পৃথিবীর মাটি পা পা হা৺টি
একদিন ঢুকি কবরে
খবর বানাই,বাজাই সানাই
সেই একদিন খবরে।